হোম > সারা দেশ > নোয়াখালী

নলচিরা-চেয়ারম্যান ঘাটে যাত্রী পারাপার বন্ধ, জেলেদের সতর্ক করে মাইকিং

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ার বিভিন্ন মাছ ঘাট ও জেলেপল্লিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেদের সতর্ক করে মাইকিং করেছে কোস্টগার্ড। আজ সোমবার সকাল থেকে মাইকিং করা হয়েছে। 
 
জানা গেছে, সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় সাগর উত্তাল রয়েছে। এতে সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আজ সকাল থেকে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাটে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। 

অপরদিকে, সকাল থেকে হাতিয়ায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগরে নিম্নচাপ ও পূর্ণিমার কারণে জোয়ারের তীব্রতা বেড়েছে। অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল। নিঝুম দ্বীপে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে কয়েকটি ওয়ার্ডের আমন ধান তলিয়ে গেছে। এ ছাড়া নলচিরা ও চরঈশ্বর ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে তিনটি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে নিচু এলাকায় বসবাস করা মানুষের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ছে। 

এ বিষয়ে নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মনছুর উল্যা শিবলী বলেন, ‘জোয়ারে ইউনিয়নের ফরাজি গ্রাম ও তালুকদার গ্রামের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। অনেকের বসতঘরে পানি ঢুকে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকবে। 

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু