অর্থ আত্মসাতের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি খোরশেদ আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
খোরশেদ আলম চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের আবদুল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, খোরশেদ আলম দীর্ঘদিন লাকসাম আল ফারুক কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালক হিসেবে বেশি লভ্যাংশের কথা বলে চৌদ্দগ্রাম ও লাকসামের বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় কুমিল্লা যুগ্ম জেলা দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোকন উদ্দিন কবির ২০১৮ সালের ৭ জুন খোরশেদ আলমকে এক বছরের সাজা ও ৬ লাখ টাকা অর্থদণ্ড দেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রোববার ঢাকার খিলগাঁও থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খোরশেদ আলমকে গ্রেপ্তার করেন। সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।