হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফলনের মান ও সৌন্দর্যে বাড়তি দাম পাচ্ছেন আমচাষিরা

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি 

দুই একর জায়গাজুড়ে গড়ে তোলা মিশ্র ফলের বাগানে রয়েছে শতাধিক আমগাছ, যার মধ্যে আম্রপালি, গৌরমতি, ব্যনানা বার্মিজ ও বৈশাখী জাত রয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আধুনিক প্যাকিং-ব্যবস্থার প্রয়োগ আমচাষে এনেছে নতুন বিপ্লব। এই পদ্ধতির কারণে আমের বাহ্যিক সৌন্দর্য, গুণগত মান ও সংরক্ষণক্ষমতা এতটাই বেড়েছে যে, বাজারে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়।

স্থানীয় সফল কৃষক কালো বিকাশ চাকমা বলেন, ‘আমার বাগানে প্রযুক্তিগতভাবে সেচব্যবস্থা, উন্নত পরিচর্যা ও আধুনিক প্যাকিং পদ্ধতি প্রয়োগে ফলের গুণগত মান অনেক ভালো হয়েছে। বিশেষ করে আমের বাহ্যিক সৌন্দর্য এবং সংরক্ষণের সময়কাল বেড়েছে। ফলে বাজারে ভালো দাম পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমার অধিকাংশ আমগাছ মাত্র দুই বছরে ফল দিতে শুরু করেছে। এটি যেমন আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে, তেমনি আশপাশের কৃষকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।’

দুই একর জায়গাজুড়ে গড়ে তোলা মিশ্র ফলের বাগানে রয়েছে শতাধিক আমগাছ, যার মধ্যে আম্রপালি, গৌরমতি, ব্যনানা বার্মিজ ও বৈশাখী জাত রয়েছে। ছবি: আজকের পত্রিকা

দুই একর জায়গাজুড়ে গড়ে তোলা এই মিশ্র ফলের বাগানে রয়েছে শতাধিক আমগাছ, যার মধ্যে আম্রপালি, গৌরমতি, ব্যানানা বার্মিজ ও বৈশাখী জাত উল্লেখযোগ্য। পাশাপাশি রয়েছে বেল, মালটা, কলা, কফি, লটকন ও জাম্বুরাসহ নানা জাতের ফলের গাছ।

নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, ‘আমাদের উপজেলায় রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে নতুন করে ৫২টি বাগান তৈরি করা হয়েছে। এসব বাগানে আধুনিক কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি, যাতে কৃষকেরা উন্নত ফলন ও বাজারমুখী উৎপাদন নিশ্চিত করতে পারেন।”

এই অঞ্চলে আধুনিক প্যাকিং-ব্যবস্থার সফল প্রয়োগ শুধু একজন কৃষকের নয়, বরং গোটা নানিয়ারচর উপজেলায় কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচনের দৃষ্টান্ত হয়ে উঠেছে।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা