হোম > সারা দেশ > ফেনী

সোনাগাজীতে যুবলীগ নেতার মৃত্যু ঘটনায় গ্রেপ্তার ২

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতা বিপ্লবের রহস্যজনক মৃত্যুর মামলায় এজাহার নামীয় দুই আসামিকে র‍্যাব-৭ সদস্যদের সহযোগিতায় ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আলী মর্তুজা ও করিমকে সোনাগাজী মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে এ মামলায় অপর দুই আসামি আওয়ামী লীগ নেতা মো. রফিক ও যুবলীগ নেতা নাজিম হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছেন।

মৃত্যুর ঘটনার পরদিন ৯ মার্চ বিপ্লবের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে মামলা করেন। এতে আসামি করা হয়, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিক, ইউনিয়ন যুবলীগ নেতা নাজিম, আলী মর্তূজা ও করিমুল হক এবং অজ্ঞাতনামা আরও ৭ / ৮ জনকে। মামলার পর গা ঢাকা দেন আসামিরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা (উপপরিদর্শক) মাইন উদ্দিন বলেন, ‘র‍্যাব-৭ ফেনীর সদস্যদের সহযোগিতায় সোমবার ঢাকার শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি।’

২ আসামি গ্রেপ্তারের বিষয়ে নিহত বিপ্লবের স্ত্রী আকলিমা আক্তার বলেন, ‘আমি চাই সকল আসামি গ্রেপ্তার হোক। বিশেষ করে মূল অভিযুক্ত মো. রফিক ও নাজিমকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। আমার স্বামীর মৃত্যুর পর ছোট ছোট তিনটি শিশু সন্তানকে নিয়ে আমি অসহায় জীবন পার করছি।’

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ খালেদ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত ৮ মার্চ বুধবার দুপুরে রহস্যজনক মৃত্যু হয় সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকসুদ আলম বিপ্লবের। ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে আসছে।

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি