হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে বিএনপির দুই দলের সংঘর্ষ, আহত ৮ নেতা-কর্মী

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নোয়াখালী চাটখিলে বিএনপি ও যুবদলের সংঘর্ষে আট নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কড়িহাটি উচ্চবিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে দুই দলের আলোচনা সভায় এ সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে গোলাগুলিও হয়।

উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম জগলু সংঘর্ষের তথ্য আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

যুবদল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে নোয়াখলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে কড়িহাটি উচ্চবিদ্যালয় মাঠে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মী ও সমর্থকেরা অনেকেই অংশ গ্রহণ করেননি। মঙ্গলবার বিকেলে একই স্থানে উপজেলা যুবদল নেতা জগলুর নেতৃত্বে বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভার শেষে দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলিও হয়। এতে স্থানীয় কড়িহাটি বাজারে জনমনে আতঙ্ক সৃষ্টি হলে দোকান পাঠ বন্ধ করে লোকজন এলাকা ছেড়ে চলে যায়।

আহতদের মধ্যে যুবদলের নেতা নাছির উদ্দিন (৩৭), টিপু (৩৫) ও রাশেদকে (৩৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অন্যান্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড