হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, আহত ২

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হামলায় আহত দুই পুলিশ সদস্য। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আজ সোমবার সকালে পুলিশ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় মামলা করে।

মামলার সূত্রে জানা যায়, রোববার রাতে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মিরাজ উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালান জাহাজমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা। তাঁরা নতুন সুখচর বাজারে গিয়ে আসামিকে ধরে হাতকড়া পরিয়ে থানায় ফিরছিলেন। এ সময় মো. ইয়াছিন নামে এক ব্যক্তির নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল এসে পুলিশের ওপর আক্রমণ করে। একপর্যায়ে তারা হাতকড়াসহ আসামি মিরাজকে ছিনিয়ে নিয়ে যায়। অভিযুক্তদের ইটের আঘাতে আহত হন এএসআই অভিজিত বড়ুয়া ও পুলিশ সদস্য সুজন কান্তি নাথ। পরে জাহাজমারা ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরাজ, ইয়াছিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন।

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি মিরাজ উদ্দিন জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা হাতিয়ায় বিরল। কঠিনভাবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা আসামি ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশের ওপর আক্রমণ করেছে। মামলা হয়েছে। মামলার আসামিদের দ্রুত আটকের ব্যবস্থা করা হবে।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা