হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৭ বছর আগের হত্যা মামলার আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের একটি হোটেলে ১৭ বছর আগে এক তরুণীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ইউসুফ বিন আলম নোয়াখালীর চর জব্বর থানার চর মজিদ এলাকার জহুর আলমের ছেলে।

এই বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, তরুণীকে হত্যার ঘটনায় করা মামলায় আনা অভিযোগ আদালতের সামনে প্রমাণিত হয়েছে। এই কারণে আসামি ইউসুফ বিন আলমকে উল্লেখিত সাজা ও জরিমানা করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে ইউসুফ বিন আলম পলাতক রয়েছেন বলেও জানান এই বেঞ্চ সহকারী।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৫ মে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডস্থ হোটেল ছোবাহান (আবাসিক) এর ১০৬ নম্বর কক্ষে ইউসুফ বিন আলম ও রিমা স্বামী ও স্ত্রী পরিচয়ে ওঠেন। ঘটনার দুই দিন পর ৭ মে ভোর সাড়ে পাঁচটার দিকে ইউসুফ রিমাকে রুমে তালাবদ্ধ রেখে বাইরে বেরিয়ে যান।

ওই বেলা ১২টা পর্যন্ত ইউসুফ ফিরে না আসায় হোটেল কর্তৃপক্ষ পুলিশসহ রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রিমার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

এ মামলা পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৮ সালের ৮ জুন আদালতে আসামি ইউসুফ বিন আলমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বুধবার রায় ঘোষণা করা হয়। মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে মোট ৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয় বলে জানান ওমর ফুয়াদ।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির