হোম > সারা দেশ > বান্দরবান

লামায় বোনকে হত্যার অভিযোগে সৎভাই ও মাকে আটক

লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের লামায় বোনকে হত্যার অভিযোগ উঠেছে শহর আলী (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক ও তাঁর মাকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম খাদিজা বেগম (৪৮)। তিনি বগাইছড়ি গ্রামের বাসিন্দা ছৈয়দ আলমের মেয়ে ও আলী আজমের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুই স্ত্রী ও ১০ সন্তান রেখে প্রায় আট বছর আগে মারা যান ছৈয়দ আহমদ। বাবার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আজ বুধবার দুপুরে খাদিজা গরু নিয়ে বাড়িতে ফেরার সময় সৎমা সাকেরা বেগম ও তাঁর ছেলে শহর আলীর সঙ্গে সম্পত্তি ভাগাভাগির নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহর আলী ও সাকেরা বেগম খাদিজাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শহর আলী ও মা শাকেরা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ হোসাইন মামুন জানান, সম্পত্তি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় অভিযুক্ত মা ও ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়েই এ ঘটনার সূত্রপাত।

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি