কক্সবাজারে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনতে কক্সবাজারে সমাবেশের পথে নেতা-কর্মীদের ঢল নেমেছে। লাল টি-শার্ট, হলুদ, সাদা ও নীল ক্যাপ পড়ে একে একে সমাবেশে ঢুকছেন তাঁরা। সাগরপাড়ের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম ছাড়িয়ে ঝাউবন ও আশপাশের রাস্তা জনসমুদ্রে পরিণত হয়েছে। নানা রঙের নৌকা আবার কেউ ঘোড়ায় চড়ে সমাবেশে যোগ দিচ্ছেন।
আজ বুধবার পর্যটন নগরী কক্সবাজারে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। বেলা ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার জন্য বিমান বন্দর থেকে সমাবেশস্থল পর্যন্ত রাস্তা খালি করা হয়।
পাঁচ বছর পর আজ এক দিনের সফরে কক্সবাজারে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ২৯ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ১ হাজার ৩৯৩ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্পের কাজ শেষ হয়েছে। একই সঙ্গে ৫৭২ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
ওই অনুষ্ঠান শেষে দুপুর ২টায় কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।