চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস চাপায় শাহানাজ শানু (৩৫) নামে এক পোশাক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শানু উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাদশা মিস্ত্রি বাড়ির মাহবুব আলমের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় যেতে সকালে ঘর থেকে বের হন শানু। বাড়ি থেকে ভাটিয়ারী বাজারে আসার পর মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামগামী বাসের নিচে চাপা পড়েন তিনি। এতে বাস চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনায় নিহতের বিষয়টি তিনি জানেন না।