হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী আহত, ২ মাস পর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বাংলাদেশি মোহাম্মদ ইকবাল হোসেন (৪০)। ঘটনার দুই মাস ১০ দিন পর শুক্রবার (২৮ জুন) সকাল ৭টায় দুবাইয়ের সৌদি–জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

ইকবাল রাউজান পৌরসভার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মোহাম্মদ সুলতান মেম্বারের ছেলে। ইকবালের বড় ভাই মোহাম্মদ টিপু তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

দুবাইয়ে থাকা ইকবালের বন্ধু আলমগীর আল ইসলাম বলেন, গত ১৮ এপ্রিল ঈদুল ফিতরের ছুটিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান ইকবাল। এ সময় দুবাইয়ের আল মারসা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে কোমায় চলে যান তিনি। এরপর থেকে আইসিইউতে ছিলেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় তাঁর মৃত্যু হয়। 

আলমগীর আরও জানান, আবুধাবির হামেদ সেন্টারে ইকবালের একটি ইলেকট্রনিকস ও কম্পিউটার গেমসের দোকান ছিল। করোনাকালে সেটি বন্ধ হয়ে যাওয়ার তিনি চাকরি শুরু করেন। বর্তমানে তাঁর লাশ দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের হিমঘরে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে নেওয়া হবে। ইকবালের তিন বছরের শিশুপুত্র ও স্ত্রী রয়েছেন। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা বলেও জানা গেছে।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের