হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী আহত, ২ মাস পর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বাংলাদেশি মোহাম্মদ ইকবাল হোসেন (৪০)। ঘটনার দুই মাস ১০ দিন পর শুক্রবার (২৮ জুন) সকাল ৭টায় দুবাইয়ের সৌদি–জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

ইকবাল রাউজান পৌরসভার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মোহাম্মদ সুলতান মেম্বারের ছেলে। ইকবালের বড় ভাই মোহাম্মদ টিপু তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

দুবাইয়ে থাকা ইকবালের বন্ধু আলমগীর আল ইসলাম বলেন, গত ১৮ এপ্রিল ঈদুল ফিতরের ছুটিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান ইকবাল। এ সময় দুবাইয়ের আল মারসা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে কোমায় চলে যান তিনি। এরপর থেকে আইসিইউতে ছিলেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় তাঁর মৃত্যু হয়। 

আলমগীর আরও জানান, আবুধাবির হামেদ সেন্টারে ইকবালের একটি ইলেকট্রনিকস ও কম্পিউটার গেমসের দোকান ছিল। করোনাকালে সেটি বন্ধ হয়ে যাওয়ার তিনি চাকরি শুরু করেন। বর্তমানে তাঁর লাশ দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের হিমঘরে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে নেওয়া হবে। ইকবালের তিন বছরের শিশুপুত্র ও স্ত্রী রয়েছেন। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা বলেও জানা গেছে।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট