হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী আহত, ২ মাস পর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বাংলাদেশি মোহাম্মদ ইকবাল হোসেন (৪০)। ঘটনার দুই মাস ১০ দিন পর শুক্রবার (২৮ জুন) সকাল ৭টায় দুবাইয়ের সৌদি–জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

ইকবাল রাউজান পৌরসভার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মোহাম্মদ সুলতান মেম্বারের ছেলে। ইকবালের বড় ভাই মোহাম্মদ টিপু তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

দুবাইয়ে থাকা ইকবালের বন্ধু আলমগীর আল ইসলাম বলেন, গত ১৮ এপ্রিল ঈদুল ফিতরের ছুটিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান ইকবাল। এ সময় দুবাইয়ের আল মারসা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে কোমায় চলে যান তিনি। এরপর থেকে আইসিইউতে ছিলেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় তাঁর মৃত্যু হয়। 

আলমগীর আরও জানান, আবুধাবির হামেদ সেন্টারে ইকবালের একটি ইলেকট্রনিকস ও কম্পিউটার গেমসের দোকান ছিল। করোনাকালে সেটি বন্ধ হয়ে যাওয়ার তিনি চাকরি শুরু করেন। বর্তমানে তাঁর লাশ দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের হিমঘরে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে নেওয়া হবে। ইকবালের তিন বছরের শিশুপুত্র ও স্ত্রী রয়েছেন। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা বলেও জানা গেছে।

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪