সীতাকুণ্ড বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ রোগীদের মধ্যে খাবার এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মহানগর উত্তর যুবলীগের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে আহত ৩০০ রোগীর মধ্যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী এবং খাবার বিতরণ করেন ফারদিন হাসান তারেক।
জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীমের হাতে সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে অগ্নিদগ্ধ মানুষের জন্য মেডিসিন সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
প্রয়োজনীয় সামগ্রী বিতরণকালে চট্টগ্রামের হাজী মমতাজ বজল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু তাহের রিপনসহ উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল সজীব, ফয়সাল ওহাব, মোহাম্মদ ফাহিম, চট্টগ্রাম মহানগর যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মী।