হোম > সারা দেশ > কুমিল্লা

চাঁদপুরের বাসায় কুমিল্লার দম্পতির হাত-পা বাঁধা লাশ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে উত্তম বর্মণ (৬০) ও তাঁর স্ত্রী কাজলী রানীর (৪৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার পূর্ব বড়কুল ইউনিয়নের বড়কুল উত্তর গ্রাম থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

উত্তম বর্মণ কুমিল্লার লাকসাম উপজেলার হরমন চন্দ্র বর্মণের ছেলে। তিনি হাজীগঞ্জের বড়কুল উত্তর গ্রামের পাইন্না বাড়ির দুলাল সাহার বাড়ির কেয়ারটেকার ছিলেন। তা ছাড়া তিনি স্থানীয় মাছের আড়তে শ্রমিকের কাজ করতেন। তাঁর স্ত্রী কাজলী রানী অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে এসব তথ্য জানিয়ে উত্তম বর্মণের মেয়ে রিনা রানী বর্মণ বলেন, তাঁরা দুই বোন। তাঁর বিয়ে হয়েছে মতলবে। সকালে এ ঘটনার সংবাদ পেয়ে তিনি এসেছেন। তাঁদের বাড়ি লাকসামে হলেও দীর্ঘদিন ধরে হাজীগঞ্জে বসবাস করে আসছেন।

স্থানীয় বাসিন্দা সবিতা সাহা বলেন, সকালে পূজার জন্য ফুল তুলতে গিয়ে দেখেন উত্তম বর্মণ ও তাঁর স্ত্রী ঘুম থেকে ওঠেননি। ডেকে সাড়া-শব্দ না পেয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। ভেতরে দরজা খোলা দেখে পাশের বাসার লোকজনকে খবর দেন। পরে দেখেন ঘরে দুজনের হাত-পা বাঁধা লাশ পড়ে আছে।

এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, হাত-পা বেঁধে বালিশ চাপা দিয়ে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক