হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে আবু সাঈদ ও আবরার হাসান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার সকালে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতরা শিশুরা হচ্ছে ওই গ্রামের ইয়াছিন তালুকদারের ছেলে আবু সাঈদ (দেড় বছর) ও মহিন তালুকদারের ছেলে আবরার হাসান (দেড় বছর)। দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

নিহতদের চাচা মুক্তার হোসেন ও জিয়াউল হক বলেন, ‘কুয়াশার সকালে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে পাশে দুই শিশু খেলতে যায়। সেখানেই সকলের অগোচরে দুই শিশু পানিতে পড়ে যায়। এক পর্যায় তাদের খোঁজাখুঁজি করে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরবর্তীতে দ্রুত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল রানা বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তারা মারা যায়। পানিতে দীর্ঘ সময় ডুবে থাকায় তাদের মৃত্যু হয়।’ 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘পূর্ব কালচোঁ গ্রামে দুই শিশু মৃত্যুর বিষয়টি অপমৃত্যু নিশ্চিত হওয়া গেছে। কোনো অভিযোগ না থাকায় স্বাভাবিক নিয়মে মরদেহ নিয়ে গেছেন পরিবারের লোকজন।’

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা