ব্রাহ্মণবাড়িয়ায় নুসরাত জাহান তিথি নামের ছয় মাস বয়সী এক শিশুসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে বাড়ির পাশের একটি খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তার বাবা-মাকে আটক করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম দম্পতির সন্তান নুসরাত জাহান তিথি। গতকাল সোমবার সকালে বাচ্চাটি নিখোঁজ উল্লেখ করে স্বপ্না বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় জিডি করলে পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ বাড়ির পাশের খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহ হলে পুলিশ শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করে। তাতে তিনি নিজের শিশুসন্তানকে হত্যার কথা স্বীকার করেন। তিনি বলেন, রাতে কান্নাকাটি করায় শিশুটির মুখে ওড়না ঢুকিয়ে দেন তিনি। তাতে শিশুটি মারা যায়। পরে স্বামী তাঁকে লাশ খালে ফেলে দিতে বলেন।
এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ওসি মো. আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও মা শিশুটিকে হত্যা ও লাশ গুমের পেছনে জড়িত বলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।