হোম > সারা দেশ > চট্টগ্রাম

হত্যা মামলায় কুবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা গ্রেপ্তার

কুবি প্রতিনিধি 

বিপ্লব চন্দ্র দাস। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা বিপ্লব চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার কোটবাড়ী গন্ধমতি এলাকা থেকে তাকে আটক করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে কোটবাড়ী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার বিপ্লব চন্দ্র বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক। তিনি ২০১৬ সালের আগস্টে ছাত্রলীগের দলীয় কোন্দলে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি।

কোটবাড়ী পুলিশ ফাঁড়ির এসএম আরিফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় লোকজন এবং শিক্ষার্থীরা প্রথমে বিপ্লব চন্দ্র দাসকে আটক করে আমাদের ফোন দেয়। পরবর্তীতে আমাদের সদস্যরা গিয়ে তাকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।’

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, ‘খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামি এবং জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর নির্যাতনকারী বিপ্লব চন্দ্র দাসকে আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি। এরই ধারাবাহিকতা চলতে থাকবে। ক্যাম্পাসে যত সন্ত্রাসী আছে, স্বৈরাচারের যত দোসর আছে অতি শিগগির ক্রমান্বয়ে আমরা সবাইকেই পুলিশের হাতে সোপর্দ করব। আইন আমরা নিজেদের হাতে তুলে নিব না।’

বিপ্লব চন্দ্র দাস। ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, ‘সে ২৯ নম্বর মামলার আসামি। সেই প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।’ তবে এই মামলা কবে করা হয়েছে, কোন ধারায় করা হয়েছে, বাদী কে; সে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আর আগে গত ১২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মামা হোটেলের সামনে থেকে রাকেশ দাস এবং একই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ের পাকিস্তানি মসজিদের সামনে থেকে এসকে মাসুম নামে দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাতে তুলে দেয় সাধারণ শিক্ষার্থীরা।

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে