রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ধসে তিনটি ঘর বিধ্বস্ত হয়েছে। উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের নতুনবাজারে ঢাকাইয়া কলোনির সিঁড়িঘাট ও লগগেট এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় পাহাড়ধসে মো. ফরিদ ও নবী হোসেনের দুটি ঘর পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। নবী হোসেন কিছুটা আহত হলেও ঘরের অন্য লোকজন প্রাণে রক্ষা পায়।
এদিকে লগগেট এলাকার মামুন নামের আরও এক ব্যক্তির একটি ঘর পাহাড়ধসে ক্ষতি হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য সজীবুর রহমান। তিনি বলেন, `ঘটনার সংবাদ শুনে আমি ছুটে আসি। ঘটনাস্থলে এসে দেখি পাহাড়ধসে দুটি টংঘর পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে ভেসে গেছে এবং মামুন নামের আরও একটি ঘরের সামান্য ক্ষতি হয়েছে। তবে ঢাকাইয়া কলোনির পাহাড়ের ঢালুতে এখনো ৫০০ পরিবার মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে।
এদিকে দুপুর ১২টার দিকে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান ও স্থানীয় ইউপি সদস্য সজীবুর রহমান উপস্থিত ছিলেন।
পরে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে পরিবারপ্রতি নগদ ২ হাজার টাকা ও ১০ কেজি চাল প্রদান করা হয়।