হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা সিটির উপনির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামীকাল শনিবার। এই উপনির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট গ্রহণের সরঞ্জাম। 

আজ শুক্রবার বেলা ১১টার পর থেকে কুমিল্লা জিলা স্কুল থেকে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। আগামীকাল সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। এটি চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট নেওয়া হবে ইভিএমে। 

সিটির এই নির্বাচনে ২৭টি ওয়ার্ডে মোট কেন্দ্র সংখ্যা ১০৫, ভোটকক্ষ ৬৪০টি এবং মোট ইভিএমের সংখ্যা ৯৬০টি। এসব কেন্দ্রে ১০৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৬৪০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ২৮০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। উপনির্বাচনে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮ জন, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। 

আইনশৃঙ্খলা রক্ষায় নগরীতে ১২ প্লাটুন বিজিবি, পুলিশের ২৭টি মোবাইল টিম এবং ৯টি স্ট্রাইকিং ফোর্স ও দুটি করে রিজার্ভ ফোর্সসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২ হাজার ৭৭৪ জন সদস্য মাঠে রয়েছেন। 

এই উপনির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা লড়ছেন বাস প্রতীক নিয়ে। মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুর উর রহমান তানিম লড়ছেন হাতি প্রতীক নিয়ে। সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু লড়ছেন টেবিল ঘড়ি প্রতীকে এবং আরেক বিএনপির নেতা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে লড়ছেন। 

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক