হোম > সারা দেশ > কক্সবাজার

বাড়ি ফিরলেন টেকনাফে অপহৃত ২ কৃষক

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের পাহাড়ের ঢালে সবজি খেতে কাজ করার সময় ফাঁকাগুলি ছোড়ে তুলে নিয়ে যাওয়া দুই কৃষক বাড়ি ফিরেছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী পাহাড়ি এলাকা দিয়ে তাঁরা বাড়ি ফেরেন।

অপহৃত দুই কৃষক হলেন— হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার মৃত আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও মৃত এজাহার মিয়ার ছেলে জহির আহমদ (৫০)। এর আগে গতকাল বুধবার উপজেলার কম্বনিয়া পাড়া পাহাড় থেকে তাঁদের অপহরণ করে অস্ত্রধারীরা।

অপহৃত জহির আহমদ বলেন,‘খেতে কাজ করার একপর্যায়ে দুপুরের দিকে কয়েকজন অস্ত্রধারী পাহাড় থেকে নেমে তাদের অস্ত্রের মুখে পাহাড়ে তুলে নিয়ে যায়। এ সময় আশপাশের অন্য কৃষক এগিয়ে এলে তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে তিন কৃষকের শরীরে গুলি লাগে।’

সন্ত্রাসীরা তাদের দুজনকে অস্ত্র তাক করে পাহাড়ের আস্তানায় নিয়ে যায় বলে জানিয়ে জহির আহমদ বলেন, সেখানে মুক্তিপণের টাকার জন্য তাদের মারধর ও নির্যাতন চালানো হয়। নির্যাতন থেকে বাঁচতে সন্ত্রাসীদের জনপ্রতি ২০ হাজার টাকা করে দেওয়ার পর তারা বাড়ি ফিরতে পেরেছেন বলে জানান।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাহেরুল ইসলাম বলেন, দুই কৃষক অপহরণের ঘটনাটি জানার পর পুলিশের একাধিক টিম উদ্ধারে তৎপরতা চালায়। পরে বৃহস্পতিবার সকালে অপহৃত দুই কৃষক বাড়ি ফিরে এসেছেন। মুক্তিপণ দেওয়ার বিষয়টি তিনি জানেন না বলে জানান।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে