হোম > সারা দেশ > কক্সবাজার

বাড়ি ফিরলেন টেকনাফে অপহৃত ২ কৃষক

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের পাহাড়ের ঢালে সবজি খেতে কাজ করার সময় ফাঁকাগুলি ছোড়ে তুলে নিয়ে যাওয়া দুই কৃষক বাড়ি ফিরেছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী পাহাড়ি এলাকা দিয়ে তাঁরা বাড়ি ফেরেন।

অপহৃত দুই কৃষক হলেন— হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার মৃত আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও মৃত এজাহার মিয়ার ছেলে জহির আহমদ (৫০)। এর আগে গতকাল বুধবার উপজেলার কম্বনিয়া পাড়া পাহাড় থেকে তাঁদের অপহরণ করে অস্ত্রধারীরা।

অপহৃত জহির আহমদ বলেন,‘খেতে কাজ করার একপর্যায়ে দুপুরের দিকে কয়েকজন অস্ত্রধারী পাহাড় থেকে নেমে তাদের অস্ত্রের মুখে পাহাড়ে তুলে নিয়ে যায়। এ সময় আশপাশের অন্য কৃষক এগিয়ে এলে তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে তিন কৃষকের শরীরে গুলি লাগে।’

সন্ত্রাসীরা তাদের দুজনকে অস্ত্র তাক করে পাহাড়ের আস্তানায় নিয়ে যায় বলে জানিয়ে জহির আহমদ বলেন, সেখানে মুক্তিপণের টাকার জন্য তাদের মারধর ও নির্যাতন চালানো হয়। নির্যাতন থেকে বাঁচতে সন্ত্রাসীদের জনপ্রতি ২০ হাজার টাকা করে দেওয়ার পর তারা বাড়ি ফিরতে পেরেছেন বলে জানান।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাহেরুল ইসলাম বলেন, দুই কৃষক অপহরণের ঘটনাটি জানার পর পুলিশের একাধিক টিম উদ্ধারে তৎপরতা চালায়। পরে বৃহস্পতিবার সকালে অপহৃত দুই কৃষক বাড়ি ফিরে এসেছেন। মুক্তিপণ দেওয়ার বিষয়টি তিনি জানেন না বলে জানান।

চট্টগ্রাম-৪ আসন: প্রার্থী ৯ জন, লড়াই দুজনের

চট্টগ্রাম বন্দর: সতর্কবার্তার পরও শ্রমিকের কর্মবিরতি

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর নাবিক নিহত, আরেকজন আহত

সরকারি কাজের বালুর ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বৃদ্ধ নিখোঁজ, ১২ দিনেও মেলেনি সন্ধান

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার হলেও বাঁচানো গেল না

এবার রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৫ বছরের শিশু

‘বাংলার নবযাত্রা’ জাহাজের অফিশিয়াল ডেলিভারি নিল বিএসসি

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রামে ৯ বছর আগে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় আ.লীগের ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন