হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আজ রোববার সকালে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি মহাবিদ্যালয়সংলগ্ন (ধর্মঘর) চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

ইউপিডিএফ (প্রসিত খীসা) আয়োজিত এই কর্মসূচিতে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত সদস্য অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা (কেপিএম) ঘুরে আবার ধর্মঘর বটমূলে সমাবেশে মিলিত হয়।

দলটির নেতা-কর্মীরা এ সময় ‘আমরা বাঙালি নই, চাপিয়ে দেওয়া বাঙালি জাতীয়তাবাদ মানি না’, ‘বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল করো’, ‘পাহাড়িদের প্রথাগত ভূমি আইনের স্বীকৃতি চাই’সহ বিভিন্ন স্লোগান সংবলিতি প্ল্যাকার্ড বহন করেন। পঞ্চদশ সংশোধনী পাসের এক যুগ উপলক্ষে নিজ নিজ জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানিকছড়ি উপজেলা ইউপিডিএফ ইউনিটের (প্রসিত খীসা) প্রধান সংগঠক ক্যহ্লাচিং মারমার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি শান্তি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি এন্টি চাকমা, কেন্দ্রীয় সভাপতি নীতিশুভা চাকমা ও ইউপিডিএফের উপজেলা সংগঠক আপ্রুসি মারমা।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশে বসবাসরত সংখ্যালঘু ভিন্ন ভিন্ন জাতিসত্তার লোকজন কখনো বাঙালি হতে পারে না। তাদের নিজ নিজ জাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য রয়েছে। কিন্তু ক্ষমতাসীন সরকার ২০১১ সালের ৩০ জুন ক্ষমতার জোর খাটিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস করে দেশের সব জাতিসত্তার ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে।

বক্তারা আরও বলেন, ‘আমরা দীর্ঘ এক যুগ ধরে এই বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার এখনো তা বাতিল বা সংশোধন না করে উল্টো বাঙালি বানানোর নানা চক্রান্ত জারি রেখেছে। ফলে পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিসহ অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইউপিডিএফ ঘোষিত সব কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান করছি।’

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি