হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে সন্ত্রাসীদের গুলি, আহত ৫

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে পর্যটকদের বাসকে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। আজ শনিবার বান্দরবান-বাঙালহালিয়া সড়কের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে। এতে গাড়ির সামনের গ্লাস ও টায়ার ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ওই গাড়ির ৫ যাত্রী আহত হয়। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।  

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবানের রুমা থেকে পর্যটকবাহী একটি জিপ গাড়ি রাঙামাটির রাজস্থলী যাওয়ার পথে বিকেল ৫ টার দিকে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় এলে সন্ত্রাসীরা ওই গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গাড়ির সামনের চাকা ফেটে গেলে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। 

বান্দরবান সদর থানার এসআই গোবিন্দ কুমার শর্মা জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা স্থানীয়দের কাছে জানতে পারে নারীসহ ৫জন আহত হয়েছে। তবে তারা পার্শ্ববর্তী রাঙামাটির বাঙালহালিয়া বাজারে ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন। 

এদিকে সেনাবাহিনী বান্দরবান রিজিয়নের সদর জোনের পক্ষ থেকে রাত ১০টার দিকে জানানো হয়, জনসংহতি সমিতির (সন্তু লারমা) গ্রুপের সন্ত্রাসীরা গাড়িকে লক্ষ্য করে ৪০-৫০ রাউন্ড গুলি ছুড়ে। এতে গাড়ির সামনের গ্লাস ও সামনের চাকা ফেটে যায়। তারা দুজন আহত হয়েছে বলে জানিয়েছেন। 

নিরাপত্তাবাহিনী জানায়, ঘটনার পর থেকে ওই এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা