হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে আড়াই কোটি টাকার আফিমসহ আটক যুবক 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে আড়াই কোটি টাকার আফিমসহ লেম থার সাং বম নামে এক যুবককে (৩৩) আটক করেছে জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বান্দরবান। 

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বান্দরবান সদরের বালাঘাটার স্বর্ণমন্দির এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক লেম থার সাং বম জেলার রুমা উপজেলার সালুপি পাড়া এলাকার পাম কুম বমের ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বালাঘাটার স্বর্ণমন্দির এলাকায় অভিযান পরিচালনা করে বান্দরবানের এনএসআই এর সদস্যরা। এ সময় ৩ কেজি নিষিদ্ধ মাদক আফিম নিজ হেফাজতে রাখার দায়ে লেম থার সাং বম নামে এই যুবককে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া আফিমের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসায় জড়িত। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, আফিমসহ আটক লেম থার সাং বমের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। 

বান্দরবানের রুমা ও থানচি উপজেলার মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় পপি চাষ করে দেশি ও বিদেশি বিভিন্ন সশস্ত্র গ্রুপ। আর পপি থেকে নিষিদ্ধ আফিম তৈরি করে দেশের বিভিন্ন জেলায় চড়া দামে বিক্রি করা হয়।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড