হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩০ লরি নিলামে তুলল চট্টগ্রাম কাস্টমস

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। ছবি: আরব নিউজের সৌজন্যে

আমদানি করা স্যানি ব্র্যান্ডের নতুন ৩০টি ১০ চাকার কংক্রিট মিক্সার লরি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস। ২০২৩ সালে আমদানি করা গাড়িগুলো নিতে আগ্রহ পাচ্ছেন বিডাররা। আজ বুধবার সকালে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা ই-অকশনের মাধ্যমে এ গাড়িগুলো নিলামে তোলা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, নিলামে তোলা ৩০টি লরির মধ্যে ১৫টিতে ১০ চাকা উল্লেখ করা হয়। তবে ক্যাটালগ দেখে জানা যায়, সবগুলো গাড়িই ১০ চাকার। ২০২৩ সালে এ গাড়িগুলো নতুন অবস্থায় চট্টগ্রাম বন্দরে আনা হয়। তাই গাড়িগুলো নতুন অবস্থাতেই রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ৭ থেকে ২১ মে বেলা ২টা পর্যন্ত এই নিলামের প্রস্তাবিত মূল্য নেওয়া হবে। এর মধ্যে ১৩ ও ১৪ মে দুদিন গাড়িগুলো আগ্রহীরা দেখার সুযোগ পাবেন।

নিলামের দায়িত্বশীল রাজস্ব কর্মকর্তা বিজন কুমার তালুকদার বলেন, ‘একজন আমদানিকারকের আনা ৩০টি গাড়ি আমরা আলাদা আলাদা করে নিলামে তুলেছি। যেন কেউ চাইলে একটি গাড়িও নিতে পারেন। শুল্কায়নের পর দুই ধরনের দরে গাড়িগুলো রাখা হয়েছে। এর মধ্যে ১৫টি গাড়ির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৬৩ লাখ ৭২ হাজার ৪১৯ টাকা এবং বাকি ১৫টি ৭৫ লাখ ৯১ হাজার ৪৯১ টাকা।’

নিলামে বিডারদের আগ্রহ থাকা প্রসঙ্গে নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘গাড়িগুলো দ্রুত নিলামে তোলার কারণে বিডাররা আগ্রহী হবে। ক্যাটালগ অনুযায়ী গাড়িগুলোর কন্ডিশন ভালো হওয়ার কথা। এরপরও প্রদর্শনের দিন বাকিটা বোঝা যাবে। কাস্টমসের নিলামে দ্রুততা আনাটা ভালো দিক। তবে সংরক্ষিত মূল্য আরও কম রাখলে অল্প সময়ে কাস্টমস গাড়ি বিক্রি করে রাজস্ব আহরণ করতে পারত।’

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ