হোম > সারা দেশ > চাঁদপুর

পয়লা বৈশাখ উদ্‌যাপনে ইলিশ না রাখার সিদ্ধান্ত মতলব উত্তর উপজেলা প্রশাসনের

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

ইলিশ ছাড়াই এবার বৈশাখী উৎসব উদ্‌যাপন করবে মতলব উত্তর উপজেলা প্রশাসন। জাটকা ও মা ইলিশ রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আগামীকাল রোববার সকালে বৈশাখকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা বের করা হবে। 

স্থানীয় শিল্পকলা একাডেমি ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেলে উপজেলা পরিষদ মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। 

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল এমরান খান আজকের পত্রিকাকে বলেন, ‘এখন জাটকা ও মা ইলিশ ধরা পড়ছে। তাই ইলিশ রক্ষার স্বার্থে উপজেলা প্রশাসনের আয়োজনে এবার ইলিশের কোনো আইটেম রাখা হবে না। তবে অন্যান্য সব আয়োজন থাকবে।’ 

ইউএনও জানান, সম্প্রতি পয়লা বৈশাখকে কেন্দ্র করে জাটকা নিধন করা হচ্ছে। নিষিদ্ধ জেনেও বেশি দামে বিক্রির জন্য এ অপরাধ করে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তাঁরা এ সময় ইলিশের দামও মাত্রাতিরিক্তভাবে বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা