হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে মো. রেদওয়ান হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত রেদওয়ান হোসেন ওই গ্রামের মৃত আহচান উল্যার ছেলে। 

মৃতের পরিবারের বরাত দিয়ে রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইব্রাহিম মৃধা বলেন, পাশের গ্রামের মফিজ মিয়ার মেয়ে খাদিজা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রেদওয়ানের। তাঁদের ১৮ মাস বয়সী এক সন্তান রয়েছে। বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে একাই থাকতেন তিনি। সম্প্রতি তাঁদের পারিবারিক কলহ সৃষ্টি হয়। রেদওয়ানের বিরুদ্ধে যৌতুকের দাবি, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন খাদিজা। মামলা চলমান থাকায় তাঁর স্ত্রী শিশুসন্তান নিয়ে বাবার বাড়িতে যান। 

রেদওয়ানের বোন রহিমা বেগম বলেন, ‘আমার ভাই তাঁর বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে আমি এসে প্রতিবেশীদের সহায়তায় ভাইয়ের মরদেহ নামিয়ে বিছানায় রাখি। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।’ 

ফরিদগঞ্জ থানার এসআই (উপরিদর্শক) মো. আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা