হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালীতে অটোরিকশায় বাসের ধাক্কা, চালকসহ নিহত ৫ 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে দ্রুতগামী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আরাকান মহাসড়কের রায়খালী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়ামুখী দ্রুতগামী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়; ঘটনাস্থলেই চালকসহ চার যাত্রীর মৃত্যুর হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালী উপজেলার একটি দরবারে এসেছিল। সকালে তা বোয়ালখালী ছেড়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ওসি মো. আবদুর রাজ্জাক আরো বলেন, অটোরিকশাটিতে চালকসহ ছয়জন যাত্রী ছিলেন। চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।’

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন—বোয়ালখালীর মীরপাড়ার জালাল আহমদের ছেলে সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫) ও পটিয়া খরনখাইন ৩ নম্বর ওয়ার্ডের বৈদ্যবাড়ির বলরাম দের ছেলে বাবুল দে (৬০)। 

দুর্ঘটনায় জড়িত বাসচালক জাগের হোসেনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান