হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুরাছড়িতে জেএসএসের ক্যাম্পে সেনা অভিযান, গুলি উদ্ধার

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির জুরাছড়ি উপজেলার বেলতলা এলাকার নেরা পাহাড়ে জনসংহতি সমিতির (জেএসএস) আবাসিক ক্যাম্পে অভিযান চালিয়ে গুলি, কার্তুজ, অস্ত্র বহনের সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় জেএসএসের সদস্যরা পালিয়ে যাওয়ায় কেউ আটক হয়নি।

চলতি বছরের জানুয়ারির ৪, ৫ ও ৬ তারিখ জেএসএসের ক্যাম্পে এই অভিযান চালানো হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সেনাবাহিনীর জুরাছড়ি জোন।

স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ-পূর্বে ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে জুরাছড়ি-মৈদং-দুমদুম্যা সীমান্তে অবস্থিত বেলতলা এলাকা। এই এলাকার পূর্বপাশে নেরা পাহাড়। এখানে যাওয়ার একমাত্র উপায় হাঁটাপথ। পাহাড়টি নির্জন হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত কম।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জেএসএসের ৭০ থেকে ১০০ সদস্যের জন্য আবাসিক ক্যাম্প গড়ে তোলা হয় নেরা পাহাড়ে। এই ক্যাম্প থেকে পরিচালনা করা হতো চাঁদাবাজি। সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন চালানো হতো। ৪, ৫ ও ৬ জানুয়ারি সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অদ্বিতীয়-২ সেখানে অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, সেনাবাহিনীর অভিযান টের পেয়ে জেএসএসের আবাসিক ক্যাম্পের সদস্যরা পালিয়ে যায়। তবে ক্যাম্পে গুলি, কার্তুজ, চাঁদাবাজির রসিদ বইসহ বিভিন্ন নথি পাওয়া গেছে। এ ছাড়া এক মেট্রিক টন খাদ্যশস্য ও অনেক গবাদিপশু উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি বলেন, ‘স্বাধীন-সার্বভৌম দেশে কাউকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না। স্থানীয় লোকজনের সহযোগিতায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করে জুরাছড়িকে শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু