হোম > সারা দেশ > চট্টগ্রাম

অভিযানের খবরে তালা ঝুলিয়ে পালালেন ডায়াগনস্টিক সেন্টারের মালিক 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাতে আসেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য বিভাগ। এমন খবর পেয়ে তাৎক্ষণিক একটি ডায়াগনস্টিক সেন্টারে তালা ঝুলিয়ে দৌড়ে পালিয়ে যান মালিক। 

আজ রোববার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় এ অভিযান চালানো হয়। এ সময় অবস্থিত হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ আজকের পত্রিকাকে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আজ রোববার দুপুরে কুমিরা বাজারে অবস্থিত বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের খবর পেয়ে সেন্টারের মালিক তালা ঝুলিয়ে পালিয়ে যায়। 

লাইসেন্সবিহীন ওই ডায়াগনস্টিক সেন্টারটি দীর্ঘদিন ধরে অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছিল। তাই ওই ডায়াগনস্টিক সেন্টারটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। 

এদিকে ইউনিটি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স থাকলেও ব্যবস্থাপনায় নানা ধরনের অনিয়ম দেখা যাওয়ায় দুদিনের মধ্যে তা ঠিক করে নিতে নির্দেশনা দেওয়া হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ফারহান নাসি, মেডিকেল অফিসার বিবি কুলসুম সুমি ও পরিসংখ্যানবিদ ইমাম উদ্দিন সহ প্রমুখ।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক