হোম > সারা দেশ > চট্টগ্রাম

অভিযানের খবরে তালা ঝুলিয়ে পালালেন ডায়াগনস্টিক সেন্টারের মালিক 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাতে আসেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য বিভাগ। এমন খবর পেয়ে তাৎক্ষণিক একটি ডায়াগনস্টিক সেন্টারে তালা ঝুলিয়ে দৌড়ে পালিয়ে যান মালিক। 

আজ রোববার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় এ অভিযান চালানো হয়। এ সময় অবস্থিত হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ আজকের পত্রিকাকে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আজ রোববার দুপুরে কুমিরা বাজারে অবস্থিত বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের খবর পেয়ে সেন্টারের মালিক তালা ঝুলিয়ে পালিয়ে যায়। 

লাইসেন্সবিহীন ওই ডায়াগনস্টিক সেন্টারটি দীর্ঘদিন ধরে অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছিল। তাই ওই ডায়াগনস্টিক সেন্টারটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। 

এদিকে ইউনিটি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স থাকলেও ব্যবস্থাপনায় নানা ধরনের অনিয়ম দেখা যাওয়ায় দুদিনের মধ্যে তা ঠিক করে নিতে নির্দেশনা দেওয়া হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ফারহান নাসি, মেডিকেল অফিসার বিবি কুলসুম সুমি ও পরিসংখ্যানবিদ ইমাম উদ্দিন সহ প্রমুখ।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী