হোম > সারা দেশ > চট্টগ্রাম

একে অপরকে দোষারোপ করে মুরাদনগরের ঘটনা হালকা করা হচ্ছে: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে সনাতন ধর্মাবলম্বী নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। তারা বলেছে, একে অপরের প্রতি দোষারোপ করে রাজনৈতিক রূপ দেওয়ার মধ্য দিয়ে ঘটনাটিকে হালকা করে দেখা হচ্ছে। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তার গুরুতর সংকটের ইঙ্গিত বহন করে।

আজ রোববার বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা বিবৃতিতে এসব উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, মুরাদনগর উপজেলায় সনাতন ধর্মাবলম্বী নারীকে দরজা ভেঙে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, এ ঘটনা শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, সামগ্রিকভাবে নারীর জীবনের নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকারের ওপর চরম আঘাত। ঘরে অবস্থান করেও নারীরা যদি সুরক্ষিত না থাকেন, তাহলে তা রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তার গুরুতর সংকটের ইঙ্গিত বহন করে। এ ছাড়া একে অপরের প্রতি দোষারোপ করে রাজনৈতিক রূপ দেওয়ার মাধ্যমে ঘটনাটিকে হালকা করে দেখার মানসিকতা লক্ষ করা যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সংখ্যালঘু নারী, কন্যাসহ আমাদের দেশের নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হয়েই চলেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারব্যবস্থাকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্বাস করে, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। এ দেশের প্রত্যেক নারী যেন নিরাপদে নিজের ঘরে, রাস্তায়, কর্মক্ষেত্রে—সব জায়গায় মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন, বিষয়টি নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। নারী নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।’

বাংলাদেশ মহিলা পরিষদ দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, তাঁর চিকিৎসা, আইনি সহায়তা ও মানসিক সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় বাংলাদেশ মহিলা পরিষদ।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল