হোম > সারা দেশ > কুমিল্লা

পাঁচ বছরের সাজা এড়াতে ১৮ বছর পলাতক

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কবির হোসেন ৩০ বছর আগে কাজের খোঁজে চট্টগ্রামে যান। সেখানে রিকশার গ্যারেজে কাজ করা অবস্থায় ছিনতাইয়ের এক মামলায় গ্রেপ্তার হন। পরে জামিনে থাকার সময় ওই মামলায় তার পাঁচ বছরের সাজা হয়। এরপর ১৮ বছর ধরে পলিয়ে ছিলেন তিনি। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল (বুধবার) দিবাগত রাতে চট্টগ্রামের খুলশী আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম। 

গ্রেপ্তার কবির হোসেন (৪৫) কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি গ্রামের মমতাজ উদ্দিন মিন্টুর ছেলে। 

 পুলিশ জানায়, ২০০১ সালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের এক মামলায় কবির হোসেন গ্রেপ্তার হয়ে কারাগারে যান। জামিন বের হওয়ার পর ২০০৪ সালে ওই মামলায় তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয় চট্টগ্রামের বিচারিক আদালত। 

এরপর পলাতক হন সাজাপ্রাপ্ত কবির হোসেন। তার গ্রেপ্তারি পরোয়ানাটি চান্দিনা থানায় প্রায় দেড় যুগ পড়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, ওই পলাতক আসামি চট্টগ্রামেই বসবাস করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চট্টগ্রামের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। 

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানাটি ২০০৪ সালেই চান্দিনা থানায় আসে। আসামি এলাকায় না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তারে সক্ষম হয়েছি।’

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক