হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত বাবা আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে ৫ বছরের শিশুকন্যা ফারিহা সুলতানাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে মাদকাসক্ত বাবা ফারুক হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বাবাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এর আগে সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে ঘটনাটি ঘটে। ফারুক হোসেন আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে। পারিবারিক বিরোধ ও মাদকের টাকা না পেয়ে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সোমবার সন্ধ্যায় মাদকের টাকা ও পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর সঙ্গে ফারুক হোসেনের ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের মেয়েকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে রক্তাক্ত অবস্থায় বাড়ির পুকুরে শিশুটিকে ছুড়ে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

পরে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ফারুক হোসেনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পৌঁছে ফারুক হোসেনকে আটক করে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) ঝলক কান্তি দাস বলেন, পারিবারিক বিরোধ ও মাদকাসক্ত থাকা অবস্থায় পরিবারের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ফারুক ঘরে থাকা দা দিয়ে শিশুটিকে কুপিয়ে পুকুরে পানিতে ফেলে দেন। এতে শিশুটির মৃত্যু হয়। শিশুটির লাশ উদ্বার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফারুক হোসেনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ