হোম > সারা দেশ > চট্টগ্রাম

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদিতে দুর্ঘটনার কবলে পরিবার, প্রবাসীর স্ত্রী–মেয়ে নিহত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ওমরাহ করতে যাওয়ার সময় এক প্রবাসী সপরিবারে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ওই প্রবাসীর স্ত্রী ও মেয়ে নিহত এবং ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার সৌদি আরবের মক্কার কাছাকাছি একটি স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনাকবলিত ওই ব্যবসায়ী হলেন আবু তাহের। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায়। তিনি পরিবার নিয়ে আবুধাবিতে থাকেন এবং সেখানে ব্যবসা করেন। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ওই পরিবারের সদস্য নোয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি জানান, দুর্ঘটনায় মারা যাওয়া দুজন হচ্ছেন তাঁর চাচা আবু তাহেরের স্ত্রী নুর জাহান (৪৭) ও মেয়ে আমিরা (১৩)। আমিরা আবুধাবি শেখ খলিফা বিন যায়েদ ইসলামিয়া স্কুল ও কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

আহতদের মধ্যে আছেন আবু তাহেরের আত্মীয় মোহাম্মদ আবুল খায়ের ও তাঁর স্ত্রী রূপনা আকতার, রূপসা, বদিউল আলম, ইয়াহিয়াসহ আরও এক আত্মীয়। তাঁরা সৌদি আরবে একটি হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গেছে, রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের মীর হোসেন সওদাগর বাড়ির প্রবাসী আবুধাবির প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবু তাহেরের পরিবারের সদস্যরা আবুধাবি থেকে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছিলেন। তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মক্কার কাছে একটি ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়ে দুমড়ে–মুচড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে নুর জাহান ও তাঁর মেয়ে আমিরার (১৩) মৃত্যু হয়। 

আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে সৌদির একটি হাসপাতালে নেওয়া হয় বলে জানান নোয়াপাড়া এলাকার প্রবাসী ব্যবসায়ী নুরুল আলম। তিনি বলেন, ‘নিহত দুজনের লাশ সৌদি আরবে দাফনের চেষ্টা করা হচ্ছে।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু