হোম > সারা দেশ > চাঁদপুর

স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস দিলেন স্ত্রী

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

স্বামীকে ভিডিও কলে রেখে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে শান্তা আক্তার সাথী (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শান্তা আক্তার ওই গ্রামের ছৈয়াল বাড়ির মো. নাছির খানের স্ত্রী ও দুই সন্তানের জননী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাতে মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আজিজ পাটওয়ারী বলেন, ‘১২ বছর আগে পারিবারিকভাবে নাছির খান ও শান্তা আক্তার সাথীর দাম্পত্য জীবন শুরু হয়। তাঁরা দুজন সম্পর্কে খালাতো ভাই-বোন। তাঁদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। নাছির খান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন, ভালোই চলছিল তাঁদের সংসার। সম্প্রতি নাছির খান অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে পরিবারে কলহ সৃষ্টি হয়, পারিবারিকভাবে একাধিকবার সমঝোতা বৈঠকও হলেও সমাধান মেলেনি।’

তিনি আরও বলেন, ‘পরকীয়া থেকে স্বামীকে ফেরাতে না পারায় পরিবারের সঙ্গে কলহ লেগেই থাকত শান্তা আক্তারের। শুক্রবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দেন এবং মোবাইলটি উদ্ধার করে প্রথমে একই বাড়ির বাসিন্দা আবুল হোসেনের জিম্মায় নেওয়া হয়।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, শান্তা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবসা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী