হোম > সারা দেশ > চাঁদপুর

স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস দিলেন স্ত্রী

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

স্বামীকে ভিডিও কলে রেখে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে শান্তা আক্তার সাথী (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শান্তা আক্তার ওই গ্রামের ছৈয়াল বাড়ির মো. নাছির খানের স্ত্রী ও দুই সন্তানের জননী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাতে মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আজিজ পাটওয়ারী বলেন, ‘১২ বছর আগে পারিবারিকভাবে নাছির খান ও শান্তা আক্তার সাথীর দাম্পত্য জীবন শুরু হয়। তাঁরা দুজন সম্পর্কে খালাতো ভাই-বোন। তাঁদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। নাছির খান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন, ভালোই চলছিল তাঁদের সংসার। সম্প্রতি নাছির খান অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে পরিবারে কলহ সৃষ্টি হয়, পারিবারিকভাবে একাধিকবার সমঝোতা বৈঠকও হলেও সমাধান মেলেনি।’

তিনি আরও বলেন, ‘পরকীয়া থেকে স্বামীকে ফেরাতে না পারায় পরিবারের সঙ্গে কলহ লেগেই থাকত শান্তা আক্তারের। শুক্রবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দেন এবং মোবাইলটি উদ্ধার করে প্রথমে একই বাড়ির বাসিন্দা আবুল হোসেনের জিম্মায় নেওয়া হয়।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, শান্তা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবসা প্রক্রিয়াধীন রয়েছে।

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র

চট্টগ্রাম বন্দরে অফডক বন্ধের কর্মসূচি থেকে সরলেন ডিপোমালিকেরা

বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে