হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বাসায় ঢুকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বাসায় ঢুকে সুমন সাহা (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার মধ্যরাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারে আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। সুমন ওই বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী হত্যাকাণ্ডের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আজ মঙ্গলবার বেলা ৩টায় সিএমপি উপকমিশনার (দক্ষিণ) কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, সুমন যে ব্যাচেলর বাসায় থাকতেন, সেখানে রাতে কিছু লোক তাঁর বাসায় আসে। সুমন মাদকসেবী ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদক ও চোরাচালানের বিষয়ে কোনো বিরোধ থেকে তাঁকে মারধর করা হয়। মারধরে সুমন অসুস্থ হয়ে পড়লে তাঁর মামাকে ফোন করে সেখানে ডেকে নেয় অন্যরা। পরে সুমনকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত