হোম > সারা দেশ > কক্সবাজার

পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় বসতঘরে পানি তোলার মোটর চুরি করতে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অলির বাপেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম আব্দুল মান্নান (২৫)। তিনি উপজেলার শাহারবিল ইউনিয়নের মতলবপাড়ার জাফর আলমের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, পূর্ব বড় ভেওলার অলির বাপেরপাড়া গ্রামে বাদশা মিয়ার বসতঘরে দুটি পানি তোলার মোটর রয়েছে। গতকাল সোমবার রাতে বসতঘরের বাইরের মোটরটি চুরি করার পর রান্নাঘরের মোটরটি খুলতে গেলে বিদ্যুতায়িত হয়ে মান্নান ঘটনাস্থলেই মারা যান। মান্নান এলাকায় পেশাদার চোর হিসেবে পরিচিত।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘ভোর ৫টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে মান্নান নামের যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত ওই যুবকের মৃত্যু হয়েছে।

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত