হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় গাছ পড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছ ভেঙে পড়ে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া গতকাল রাতে ঝড়ের তাণ্ডবে উপজেলার সোনাদিয়া ও চরঈশ্বর ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। 

জানা গেছে, ঝড়ে গাছ ভেঙে পড়ায় চরকিং, নলচিরা ও সোনাদিয়া ইউনিয়নের বেড়িবাঁধের পাশে বসবাস করা অনেকের ঘর ভেঙে গেছে। জোয়ারের পানিতে নলচিরা ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে অনেক গবাদিপশু মরে পানিতে ভাসতে দেখা গেছে। একই সঙ্গে বেড়িবাঁধ না থাকায় নিঝুম দ্বীপ ও চানন্দী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং কাঁচা ঘরবাড়ি স্রোতে ভেসে গেছে। 

এ বিষয়ে সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান বলেন, ‘ইউনিয়নের হোইকবাধা গ্রামের পাশে বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। রাতে হঠাৎ জোয়ারের পানি চলে আসায় স্থানীয়দের অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছেন। জোয়ারের পানিতে ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া, হোইকবাধা ও চরচেঙ্গা গ্রাম চার থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে ভেসে গেছে পুকুরের মাছ ও আমনখেত।’ 

নিঝুম দ্বীপ ইউপির চেয়ারম্যান দিনাজ উদ্দিন বলেন, ‘এ এলাকায় কোনো বেড়িবাঁধ নেই। তাই রাতে এখানকার সব কটি ওয়ার্ড জোয়ারের পানিতে প্লাবিত হয়। দিনের চেয়ে রাতে জোয়ার বেশি হওয়ায় এলাকাবাসীকে বিপাকে পড়তে হয়েছে। শুধু তাই নয়, নদীর তীরে বসবাস করা অনেকের ঘরবাড়ি ভেসে গেছে। তবে গতকাল রাতে আশ্রয়কেন্দ্রে থাকা লোকজন আজ মঙ্গলবার সকালে বাড়ি ফিরতে শুরু করেছে। বাড়ি ফিরে রাস্তার ওপর পড়ে যাওয়া গাছপালা কেটে যান চলাচল স্বাভাবিক করছেন তাঁরা। 
 
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ‘বিদ্যুৎ বিভাগকে দ্রুত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করার জন্য একটি টিম গঠন করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে যোগাযোগ করে এলাকার ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করবে। পরে তাদের আর্থিক সহযোগিতা করা হবে।’ 

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য