হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে ৫০০ পরিবার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনি। আজ সকালে তোলা। ছবি: আজকের পত্রিকা

টানা বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার লগগেট ও ঢাকাইয়া কলোনির প্রায় ৫০০ পরিবার পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন।

এই পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিতে প্রচার ও সতর্কতামূলক কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। সোমবার (১ জুন) ঢাকাইয়া কলোনির ১৪টি পরিবারের ৫০ জন সদস্য কাপ্তাই উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে উঠেছেন বলে জানিয়েছেন কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। আশ্রয় নেওয়া পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন প্রতিদিন ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন জনপ্রতিনিধি, যুব রেড ক্রিসেন্ট দল ও কাপ্তাই তথ্য অফিসের সদস্যরা।

রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইউএনও ঢাকাইয়া কলোনি ও লগগেট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে সচেতন করেন। তাঁর সঙ্গে ছিলেন যুব রেড ক্রিসেন্টের দলনেতা আসিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ ও সদস্য ইমান আলী।

ইউএনও রুহুল আমিন বলেন, ‘এখন বৃষ্টির মৌসুম। যেকোনো সময় পাহাড় ধস হতে পারে। তাই আমরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছি।’

চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, ‘আগে থেকে অনুরোধ করার পরও অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ঘরে থাকছেন। অতীতে এ এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।’

ঝুঁকিপূর্ণ কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনি। আজ সকালে তোলা। ছবি: আজকের পত্রিকা

ইউপি সদস্য ইমান আলী জানান, লকগেট ও ঢাকাইয়া কলোনিতে ৫০০ পরিবারের বসবাস। বেশির ভাগই পাহাড় ধসের ঝুঁকিতে।

এদিকে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদারের নির্দেশনায় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এলাকা পরিদর্শন করেছেন। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক

চবিতে আবারও ভুয়া শিক্ষার্থী আটক