হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে শাকিব হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত লোকজন বাসটি ভাঙচুর করে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব হোসেন রামগঞ্জ উপজেলার কলছমা এলাকার মো. আবুল কাশেমের ছেলে। দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার। তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।’

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় শাকিব হোসেন মোটরসাইকেল নিয়ে রামগঞ্জ থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাকিব হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আবুল বাসার বলেন, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে মূলত এ দুর্ঘটনা ঘটেছে। উত্তেজিত জনতা বাসটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। বাসের চালককে আটকের চেষ্টা চলছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু