হোম > সারা দেশ > ফেনী

সব কেড়ে নিয়ে ৮ রোহিঙ্গাকে রেখে পালিয়ে গেল মাঝি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে আট রোহিঙ্গার মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে মাঝি। পুলিশ সূত্রে জানা গেছে, তারা কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। গত কয়েক দিন আগে তারা নদী পথে স্বজনদের সঙ্গে দেখা করতে নোয়াখালীর ভাসান চরের রোহিঙ্গা ক্যাম্পে যায়। সেখান থেকে ফেরার পথে ঘটনাটি ঘটে।

সোমবার উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার রোহিঙ্গারা হলেন-রমজান আলীর ছেলে নুর মোহাম্মদ (১৫), হাফেজ আহম্মদের ছেলে মো. ছাদেক (১৪), মোহাম্মদ আলীর ছেলে মো. আফছার (১৭), আবুল হাসেমের ছেলে সৈয়দ কাসেম (২৫), সৈয়দ কাসেমের ছেলে মো. রিয়াজ (৭), জাফর উল্যাহর ছেলে রমজান আলী (১৬) এবং আবদুস শুক্কুরের ছেলে মো. ফারুক (১৫)।

জানা গেছে, জনৈক রুহুল আমিন মাঝি ও কাসেম মাঝির সঙ্গে যোগাযোগ করে কক্সবাজারের উদ্দেশ্যে নদী পথে ট্রলার ভাড়া করেন রোহিঙ্গারা। তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাদের ছোট ফেনী নদীর মুসাপুর তীরে রেখে ট্রলার নিয়ে পালিয়ে যায় মাঝি। রোহিঙ্গারা নিরুপায় হয়ে নদী তীরবর্তী সওদাগর হাটে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধারকৃত রোহিঙ্গাদের কতুপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হবে।’ 

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড