হোম > সারা দেশ > ফেনী

অন্ধকার ও বৈরী আবহাওয়ায় ফেনী সীমান্তে ১১ জনকে ঠেলে দিল বিএসএফ

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে পুশ ইনের শিকার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার যশপুরের মটুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গভীর রাতে ফেনী ব্যাটালিয়নের টহল দল মটুয়া এলাকায় টহল দেওয়ার সময় শিশুসহ ১১ জনকে আটক করে। তাদের মধ্যে একজন পুরুষ, সাতজন নারী ও তিনটি শিশু রয়েছে। বিএসএফ রাতের অন্ধকার ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তাদের সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং সুকৌশলে বাংলাদেশে পুশ ইন করে।

আটক ব্যক্তিরা জানান, তাঁরা গৃহকর্মীসহ বিভিন্ন কাজের উদ্দেশ্যে চোরাই পথে বিভিন্ন সময় দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। তাদের থেকে প্রাপ্ত জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা গেছে, সবাই বাংলাদেশের নাগরিক। বিজিবি প্রাথমিকভাবে বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হয়ে তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করেছে।

আটক ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মো. রাসেল হাসান শেখ (৩৩) ও শ্যামলী খাতুন (৩৫), সদরের পলিডাঙ্গা গ্রামের সোনালী খাতুন (৩২), যশোর সদরের পেরুলিয়া গ্রামের হোসনেয়ারা (৪০), নোয়াপাড়া উপজেলার নওলী মোল্লাবাড়ি গ্রামের সালমা (৪৫) ও মিনা (৪২), সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাতপুর গ্রামের হোসনে আরা বেগম (৬০) ও সেলিনা বেগম (৪৫) এবং তিনটি শিশু।

বিজিবি জানায়, এ ঘটনায় ৪ বিজিবির কোম্পানি কমান্ডার প্রতিপক্ষ বিএসএফ কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন এবং ব্যাটালিয়ন অধিনায়ক প্রতিবাদলিপি দিয়েছেন। পুশ ইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু