হোম > সারা দেশ > চাঁদপুর

কচুয়ায় জুয়ার আসর থেকে যুবলীগ নেতাসহ ৮ জন আটক

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় জুয়ার আসর থেকে যুবলীগ নেতাসহ আটজনকে আটক করেছে থানা-পুলিশ। গতকাল রোববার পয়লা বৈশাখে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নে মেলায় জুয়া খেলার সময় তাঁদের আটক করা হয়। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী আনোয়ার হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, উপজেলার ভূঁইয়ারা মনসামুড়ায় গতকাল পয়লা বৈশাখ উপলক্ষে মেলায় জুয়া খেলা অবস্থায় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ৭১০ টাকা, ছক্কা লুডু, খেলার বোর্ড ও তাস জব্দ করা হয়। জুয়াড়িদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম মাইকেল (৪০), মিলন হোসেন (২২), সাকিল হোসেন (২৬), সোলাইমান (৪৫), নাছির উদ্দিন (২১), আব্দুল কাইয়ুম (২৭), সাকিল হোসেন (১৯) ও মনির হোসেন (৪০)। এর মধ্যে সাইফুল ইসলাম মাইকেল পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগের নেতা।

এ বিষয়ে জানতে চাইলে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আটক জুয়াড়িরা মনসামুড়ায় বৈশাখী মেলায় জুয়ার আসর বসিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে। জুয়া খেলা বন্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী