হোম > সারা দেশ > নোয়াখালী

বিদ্যুতায়িত হয়ে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তৌহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির বড় ভাই রবিউল ইসলাম (৯) গুরুতর আহত হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর এলাকার দুলা মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত তৌহিদুল ইসলাম ও আহত রবিউল ইসলাম দুলা মিয়ার বাড়ির নুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির পর অন্য ছেলেদের সঙ্গে বাড়িতে খেলছিল দুই ভাই। বেলা ১১টার দিকে নিজেদের বসতঘরের পাশের একটি সুপারিগাছের নিচে খেলা করার সময় দুই ভাই সুপারিগাছ বেয়ে ঘরের টিনের ওপর ওঠার চেষ্টা করে। এ সময় দুই ভাই বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত রবিউলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, বসতঘরে বিদ্যুৎতের তার থেকে তাদের ঘরের টিন বিদ্যুতায়িত হয়েছিল। গাছ বেয়ে দুই ভাই টিনের চালে উঠলে বিদ্যুতায়িত হয়। নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা