হোম > সারা দেশ > নোয়াখালী

হাসপাতালের ওটির সামনে থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের (ওটি) সামনে থেকে গতকাল সোমবার রাতে আবদুল হাই সুমন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৭০০ ইয়াবা বড়ি জব্দ করা হয়। 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আব্দুল হাই সুমন একজন পেশাদারি মাদক কারবারি। তিনি অনেক দিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’ 

আবদুল হাই সুমন কবিরহাট পৌরসভার পূর্ব ফতেহপুর এলাকার মাহবুবুল হকের ছেলে। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানায় পুলিশ। 

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কবিরহাট বাজারে বিশেষ অভিযান চালায়। পরে তাঁরা কবিরহাট পৌর ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ৫০ শয্যাবিশিষ্ট কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার ওটির সামনে থেকে আব্দুল হাই সুমনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর একটি ব্যাগ থেকে ৭০০ ইয়াবা বড়ি জব্দ করা হয়।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড