হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ে জন্ম নেওয়া উলফুলের চাহিদা সমতলেও

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন এলাকার পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্ম নেয় উলফুল। এই উলফুল ঘর ঝাড়ুর কাজে ব্যবহিত হয় গ্রাম থেকে শুরু করে শহরে-বন্দরে। ঘর পরিচ্ছন্নতার কাজে এর জুড়ি মেলা ভার, তাইতো উলফুলের চাহিদা ব্যাপক। দিনে দিনে সমতলেও বাড়ছে এর চাহিদা। 

রাঙামাটির বিভিন্ন এলাকার পাহাড়ের প্রাকৃতিকভাবে জন্মানো এই উলফুল স্থানীয় হাট-বাজারগুলোর চাহিদা মিটিয়ে বিক্রির জন্য নেওয়া হচ্ছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। এটি বিক্রি করে আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠছেন এ অঞ্চলের নারী-পুরুষেরা। 

গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক হাটে নানিয়ারচর গিলাছড়ি বাজারে দেখা মিলে এই পাহাড়ি ঝাড়ুর। হাটবাজারে অর্ধেক জুড়েই যেন বিক্রির জন্য আনা হয়েছে পাহাড়ি ফুলের এই ঝাড়ু। 

পাহাড়িয়া ঝাড়ুগুলো বিক্রি করতে আনা জগৎ চাকমা বলেন, ‘আজকের হাটে প্রায় ১০ হাজার পাহাড়ি ঝাড়ু এনেছি। আমার পাহাড়ে প্রায় ২ একর জমিতে ফলেছে ঝাড়ু ফুল। ৫০০টি বিক্রি করছি ২০০-২৫০ টাকায়। যেখানে একটির দাম আসে দুই বা আড়াই টাকা।’ 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, ‘চাহিদা থাকায় নানিয়ারচরের বিভিন্ন স্থান থেকে উল ফুল সংগ্রহ করে পাহাড়ি-বাঙালি নিম্ন আয়ের নারী-পুরুষেরা। পাহাড়ের বন-জঙ্গল থেকে সংগ্রহ করা উল ফুলের আঁটি বানিয়ে ঝাড়ু হিসেবে প্রতিদিন স্থানীয় হাট-বাজারগুলোতে বিক্রি করেন শ্রমজীবী মানুষেরা।’

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক