হোম > সারা দেশ > কুমিল্লা

সিটি করপোরেশন নির্বাচন: কুমিল্লায় এগিয়ে তাহসিন, ময়মনসিংহে টিটু

মেহেরাব হোসেন

কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ অডিটোরিয়াম থেকে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। আজ শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে বিকেল থেকেই এ ফলাফল ঘোষণা করছেন কুসিক নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। 

বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলাফল একে একে ঘোষণা করা হচ্ছে। ১০৫টি কেন্দ্রেরমেধ্যে সর্বশেষ ফলাফলে এখন পর্যন্ত ৯০টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। তাতে ৩৯ হাজার ৭৩২ ভোট পেয়ে এগিয়ে আছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাস প্রতীকের মেয়র প্রার্থী তাহসিন বাহার। 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক (টেবিল ঘড়ি) পেয়েছেন ২২ হাজার ৫৭৬ ভোট। কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন (ঘোড়া) পেয়েছেন ১০ হাজার ৯৬৩ ভোট। 

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদ (হাতি) পেয়েছেন ৪ হাজার ৩৯৫  ভোট। 

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোটকেন্দ্র ১০৫টি। ভোটগ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে।

অপরদিকে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত প্রাপ্ত ১২৮টি কেন্দ্রের মধ্যে ৩২টি কেন্দ্রের ফলাফলে টেবিল ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু ২৬ হাজার ৭৯২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কী টজু (হাতি প্রতীক) পেয়েছেন ৬ হাজার ৬৫৬ ভোট। এহতেসামুল আলম (ঘোড়া প্রতীক) পেয়েছেন ২ হাজার ২৩৩ ভোট।

নির্বাচন কমিশন বলেছে, ১২৮টি কেন্দ্রে ৯৯০টি বুথে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ড আছে। এবারের নির্বাচনে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ১৪৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধিকাংশ ওয়ার্ডেই প্রার্থীর সংখ্যা চার থেকে ছয়জন। সর্বোচ্চ আটজন প্রার্থী রয়েছেন তিনটি ওয়ার্ডে। সব মিলিয়ে মোট প্রার্থী হয়েছেন ২২৩ জন। বিএনপিপন্থী ১৫ জন প্রার্থী হয়েছেন এই নির্বাচনে। এর মধ্যে ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ফরহাদ আলম।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা