হোম > সারা দেশ > ফেনী

হলুদ-মরিচের মসলায় ইটের গুঁড়া, ২ ব্যবসায়ীকে জরিমানা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে হলুদ-মরিচের গুঁড়া মসলায় ইটের গুঁড়া মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে দুই দোকানিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে সোনাগাজী পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। অভিযানে প্রায় ২০ মণ ভেজাল মসলার গুঁড়া জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

দণ্ডিতরা হলেন সোনাগাজী পৌর শহরের মাছবাজার সংলগ্ন শহীদ স্টোরের মালিক শহীদুল ইসলাম এবং আমির আইসক্রিম কারখানার মালিক আমির হোসেন। 

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহীদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ হলুদ–মরিচের গুঁড়া মসলায় ইটের গুঁড়া মিশিয়ে বাজারজাত করে আসছেন। আমির হোসেনও মেয়াদহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন। এমন খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। 

এ সময় সোনাগাজী মডেল থানার পুলিশ ও সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি ডা. নূরনবী উপস্থিত ছিলেন। 

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি