হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় খেতে পড়ে ছিল ডাকাতি মামলার আসামির ক্ষতবিক্ষত লাশ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার হোমনা থেকে মো. ফারুক মিয়া ওরফে পান্ডু (৩০) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে বাগমারা গ্রামের চকেরহাটি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তিনি হোমনা থানার ডাকাতি, খুন দস্যুতাসহ পাঁচ মামলার আসামি। ওই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

বাগমারা গ্রামের বাসিন্দা ও হোমনা বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, পান্ডু গ্রামে থাকে না, সে পরিবার-পরিজন নিয়ে নারায়ণগঞ্জ থাকে। কখন গ্রামে আসে আবার কখন চলে যায়, কেউ জানে না।

পান্ডুর মা হোসনেয়ারা বেগম বলেন, ‘আজ সকালে আমার কাছে লোকজন এসে বলতেছে পান্ডুরে মাইরা ফালাইয়া রাখছে। পরে গিয়া দেখি ঠিকই, তারে মাইরা লাইছে। আমার ছেলেরে না মাইরা জেলে দিয়া দিত। আমি এর বিচার চাই।’

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, লাশের ঘাড়ে চাকুর ঘাইসহ পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। কোমরে কালো ওড়না বাঁধা ছিল।

ওসি আরও বলেন, তাঁর বিরুদ্ধে হোমনা থানায় ডাকাতি, খুন, দস্যুতাসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চারটিতেই ওয়ারেন্ট আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। খুনের রহস্য উদ্‌ঘাটনে এবং খুনিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড