হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাঁসের মালিকানা নিয়ে ঝগড়া, বৃদ্ধকে গলা টিপে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও মিরসরাই প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে গৃহপালিত হাঁসের মালিকানা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফজলুল করিম (৭০)। তিনি ওই গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, হাঁসের মালিকানা নিয়ে পাশের বাড়ির মো. জাকারিয়া জাহেদের সঙ্গে ফজলুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাকারিয়া কিলঘুষি মারলে ও গলা টিপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে বাড়িতে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ফজলুলের ছোট ভাই বজলুল করিম বলেন, ‘দুই দিন আগে জাকারিয়া জাহেদ আমার ভাইয়ের ৪-৫টি হাঁস নিয়ে যায়। আজ সকালে তাকে দেখতে পেয়ে হাঁসের বিষয়ে জিজ্ঞেস করতে আমার ভাইয়ের ওপর সে চড়াও হয়। কিলঘুষি মেরে ও গলা চিপে ধরে আমার ভাইকে হত্যা করেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আজকের পত্রিকাকে জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ