হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ছাত্রদলের ১৮ ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ও মুরাদপুর ইউনিয়ন ছাত্রদলের ১৮টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী মো. সেলিম উদ্দিন ও সদস্যসচিব মো. কোরবান আলী সাহেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন। এর আগে গত শুক্রবার রাতে ওই দুই ইউনিয়নের সব ওয়ার্ডের কমিটি বিলুপ্তের চিঠি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন কাজী সেলিম উদ্দিন।

ছাত্রদলের আহ্বায়ক কাজী মো. সেলিম উদ্দিন বলেন, দলের শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুরাদপুর ও কুমিরা ইউনিয়ন ছাত্রদলের আওতাধীন সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

কাজী মো. সেলিম উদ্দিন আরও বলেন, গত ১০ অক্টোবর কুমিরা এবং ২৮ অক্টোবর মুরাদপুর ইউনিয়নের সব ওয়ার্ডের ছাত্রদলের কমিটি নতুন করে গঠন করা হয়েছিল। ইউনিয়ন কমিটি ওয়ার্ডের কমিটিগুলো গঠন করে। কিন্তু উপজেলা কমিটির অনুমোদন না নিয়ে নিজেদের মতো করে কমিটিগুলো গঠন করে।

কাজী সেলিম উদ্দিন বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা হচ্ছে ৫ আগস্টের পর থেকে দেশের কোথাও নতুন করে ছাত্রদলের কমিটি গঠন করা হবে না। তাই নির্দেশনা ভঙ্গ করে কমিটি গঠন করায় এ দুই ইউনিয়নের ১৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় নির্দেশনা পেলে পুনরায় নতুন করে কমিটি গঠনের অনুমতি দেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত