হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ছাত্রদলের ১৮ ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ও মুরাদপুর ইউনিয়ন ছাত্রদলের ১৮টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী মো. সেলিম উদ্দিন ও সদস্যসচিব মো. কোরবান আলী সাহেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন। এর আগে গত শুক্রবার রাতে ওই দুই ইউনিয়নের সব ওয়ার্ডের কমিটি বিলুপ্তের চিঠি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন কাজী সেলিম উদ্দিন।

ছাত্রদলের আহ্বায়ক কাজী মো. সেলিম উদ্দিন বলেন, দলের শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুরাদপুর ও কুমিরা ইউনিয়ন ছাত্রদলের আওতাধীন সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

কাজী মো. সেলিম উদ্দিন আরও বলেন, গত ১০ অক্টোবর কুমিরা এবং ২৮ অক্টোবর মুরাদপুর ইউনিয়নের সব ওয়ার্ডের ছাত্রদলের কমিটি নতুন করে গঠন করা হয়েছিল। ইউনিয়ন কমিটি ওয়ার্ডের কমিটিগুলো গঠন করে। কিন্তু উপজেলা কমিটির অনুমোদন না নিয়ে নিজেদের মতো করে কমিটিগুলো গঠন করে।

কাজী সেলিম উদ্দিন বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা হচ্ছে ৫ আগস্টের পর থেকে দেশের কোথাও নতুন করে ছাত্রদলের কমিটি গঠন করা হবে না। তাই নির্দেশনা ভঙ্গ করে কমিটি গঠন করায় এ দুই ইউনিয়নের ১৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় নির্দেশনা পেলে পুনরায় নতুন করে কমিটি গঠনের অনুমতি দেওয়া হবে।

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লী–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা