হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ছাত্রদলের ১৮ ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ও মুরাদপুর ইউনিয়ন ছাত্রদলের ১৮টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী মো. সেলিম উদ্দিন ও সদস্যসচিব মো. কোরবান আলী সাহেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন। এর আগে গত শুক্রবার রাতে ওই দুই ইউনিয়নের সব ওয়ার্ডের কমিটি বিলুপ্তের চিঠি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন কাজী সেলিম উদ্দিন।

ছাত্রদলের আহ্বায়ক কাজী মো. সেলিম উদ্দিন বলেন, দলের শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুরাদপুর ও কুমিরা ইউনিয়ন ছাত্রদলের আওতাধীন সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

কাজী মো. সেলিম উদ্দিন আরও বলেন, গত ১০ অক্টোবর কুমিরা এবং ২৮ অক্টোবর মুরাদপুর ইউনিয়নের সব ওয়ার্ডের ছাত্রদলের কমিটি নতুন করে গঠন করা হয়েছিল। ইউনিয়ন কমিটি ওয়ার্ডের কমিটিগুলো গঠন করে। কিন্তু উপজেলা কমিটির অনুমোদন না নিয়ে নিজেদের মতো করে কমিটিগুলো গঠন করে।

কাজী সেলিম উদ্দিন বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা হচ্ছে ৫ আগস্টের পর থেকে দেশের কোথাও নতুন করে ছাত্রদলের কমিটি গঠন করা হবে না। তাই নির্দেশনা ভঙ্গ করে কমিটি গঠন করায় এ দুই ইউনিয়নের ১৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় নির্দেশনা পেলে পুনরায় নতুন করে কমিটি গঠনের অনুমতি দেওয়া হবে।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক