হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারে বৃদ্ধের আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ভারতীয় ভিসা সেন্টারে এক বৃদ্ধার আকস্মিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে ভারতের সহকারী হাইকমিশনারের কার্যালয় সংলগ্ন ভিসা সেন্টারে এ ঘটনা ঘটে। অজিত কান্তি বড়ুয়া (৭০) নামে ওই বৃদ্ধা ভিসা সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। নিহত অজিত কান্তি বড়ুয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখীল গ্রামে। ভিসার জন্য গত সপ্তাহে তিনি ভারতীয় ভিসা সেন্টারে আবেদন করেছিলেন। 

ওসি সন্তোষ কুমার বলেন, ‘ভিসা সংগ্রহ করতে অজিত কান্তি বড়ুয়া সোমবার বিকেলে ভিসা সেন্টারের গেটে লাইনে দাঁড়ান। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ বৃষ্টি আসায় তিনি তড়িঘড়ি করে সেন্টারের ভেতরে ঢুকে একটি চেয়ারে বসেন। এরপরই তিনি অসুস্থবোধ করেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে ভিসা সেন্টারের সামনে টহলরত পুলিশ সদস্যরা তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি হার্টঅ্যাটাক করেছেন। তবে আমরা এখনো তাঁর ডেথ সার্টিফিকেট হাতে পাইনি।’ 

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী